চীনের পর এবার পাকিস্তানি বাহিনীর হাতে নিহত আরো এক ভারতীয় সেনা

ইমান২৪.কম: জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজেশ কুমার (৪১) নামে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ওই কর্মকর্তা প্রাণ হারান। কাশ্মিরে এনিয়ে বিগত ৪ দিনের মধ্যে দু’জন সেনা কর্মকর্তা পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে নিহত হলেন।

গত রোববার রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি বাহিনীর গুলিতে ‘জেসিও’ পদমর্যাদার রাজিন্দর সিং নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন।

তিনি কলসিয়ান সেক্টরে একটি ফরোয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। সেনা সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, আজ পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় তারকুন্ডি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

এসময় পাকিস্তানি সেনারা মর্টার হামলাসহ ছোটো অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হন।

তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। গুরুতর আহত অবস্থায় ওই সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তিনি প্রাণ হারান।

ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে কঠোর ও কার্যকরভাবে জবাব দিয়েছে। পাকিস্তানি বাহিনীর ওই হামলায় এলওসি লাগোয়া ভারতীয় গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে।

বান্দিপোরার গুরেজে যুদ্ধবিরতি লঙ্ঘনজনিত কারণে বাগতুর গুরেজ গ্রামে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানি সেনাদের মর্টার নিক্ষেপের ফলে একটি সরকারি স্কুলের পাশাপাশি মাদরাসার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে জানানো হয়েছে। পার্সটুডে

ফেসবুকে লাইক দিন