রাজধানীতে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা

ইমান২৪.কম: ঢাকার ধামরাইয়ে বেসরকারি বিজয় টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

ধামরাই থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে জনতার হাতে আটক ছুরিকাঘাতকারী শাহিন ও মোয়াজ্জেম নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত জুলহাস উদ্দিন উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ব্রেকিংনিউকে বলেন, সাংবাদিক নিহতের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। ছুরিকাঘাতে হত্যার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন