ইমরান খানের ওপর ক্ষেপেছে সৌদি যুবরাজ, বিমান নিয়ে ঝামেলা

ইমান২৪.কম: পাকিস্তান ও ভারতের কয়েকটি গণমাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সম্পর্কে ভাটা পড়েছে মর্মে একাধিক সংবাদ প্রচার করা হচ্ছে।

এও বলা হচ্ছে, ইমরান খানের ওপর বেজায় চটেছেন সৌদি যুবরাজ। তবে এই সংবাদকে ভিত্তিহীন ও অপ্রচার বলে দাবি করছে পাকিস্তান। বিষয়টিকে মনগড়া ও কাল্পনিক বলে আখ্যায়িত করেছে দেশটি।

পাকিস্তানি ম্যাগাজিন ফ্রাইডে টাইমস-এর এক খবরে বলা হয়, গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সেখানে যাওয়ার পর সৌদি যুবরাজকে এড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে একটি ইসলামিক ব্লক গঠনের চিন্তা থেকে আলাদা বৈঠক করেন।

ফ্রাইডে টাইমস বলে, ইমরানের এ বৈঠক সহজভাবে নিতে না পেরে ইসলামাবাদে ফেরার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রীকে দেওয়া নিজের বিশেষ বিমান মাঝপথ থেকে নিউইয়র্কে ফিরে আসার নির্দেশ দেন যুবরাজ সালমান।

সেই সময় ইমরানকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বলে জানানো হলেও যুবরাজ ক্ষেপে গিয়ে বিশেষ বিমান ফেরত নেন। এদিকে পাকিস্তানের সরকারি মুখপাত্রের বরাতে দ্য ডনের খবরে বলা হয়,

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউইয়র্কে যাওয়ার জন্য ইমরান খানকে নিজের ব্যক্তিগত বিশেষ বিমানটি ব্যবহারের অনুরোধ জানান। যুবরাজ মাঝপথ থেকে বিমানটিকে নিউইয়র্কে ফিরে আসার নির্দেশ দেননি।

ফেসবুকে লাইক দিন