ইমরান খানকে হটাতে চায় ফজলুর রহমান, জেল থেকে বিশেষ বার্তা দিলো নওয়াজ শরীফ
ইমান২৪.কম: প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে কারাগারে সাক্ষাত করেছেন, এ সময় শাহবাজ শরীফ আগামী ২৭ অক্টোবর সরকার বি’রোধী বি’ক্ষোভের কথা জানান।






পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, দলীয় সূত্র মতে শাহবাজ শরীফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারের সাথে বৈঠক সম্পর্কে নওয়াজ শরীফকে বিস্তা’রিত ব্রি’ফ করেন।






বৈঠকে নওয়াজ শরীফ জামিয়তে উলামায়ে ইসলামের (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমানকে বার্তা দেন। শাহবাজ শরীফ বলেন, আমার বার্তা জেআইআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানকে দেওয়া দিবেন।






তিনি যেনো সরকার বিরোধী আন্দো’লনে মূল্য’বৃদ্ধির বিরু’দ্ধে প্রতি’বাদ করেন, মুদ্রা’স্ফীতি সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন করেছে। সরকার জনগণকে সহায়তা করতে ব্য’র্থ হয়েছে।






নওয়াজ শরীফ পজিশন ফর ইন্ডিপে’ন্ডেন্স মার্চের অল পার্টিস কনফারেন্সের (এপিসি) আহ্বানকে সম’র্থন করেন। নির্দেশ দিয়েছেন তার দলের সবাই যেনো মাওলানা ফজলুর রহমানের সরকার হ’টাও আন্দোলনে অং’শ নেন।






নওয়াজ শরীফ শাহ’বাজ শরী’ফকে আরো বলেন, পিপিপিরও স্বাধী’নতার পদযাত্রায় অংশ নেওয়া উচিত, আমার বার্তাটি বিলও’য়াল ভুট্টো জারদা’রিকে দিয়ে দিবেন।






দলীয় সূ’ত্র মতে আরো জানা যায়, শাহ’বাজ শরীফ সরকার হটাও আন্দো’লনে তার দলকে নেতৃত্ব দেও’য়ার বিষয়ে নিজের প্রতি’ক্রিয়া ব্য’ক্ত করে বলেন, আমার স্বা’স্থ্য বেশি ভালো না।





