ইনশাআল্লাহ বিশ্ব করোনা মুক্ত হবে: হজ্বের খুতবায় শাইখ মানিয়া

ইমান২৪.কম: খুতবা প্রদান করেছেন শাইখ আব্দুল্লাহ বিন সুলাইমান বিন মুহাম্মাদ আল মানিয়া। বৃহস্পতিবার (৩০ জুলাই) আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় তিনি হজ্বের খুতবা প্রদান করেন।

হজ্বের খুতবায় শাইখ মানিয়া বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তি ও বিশ্ব শান্তিকামনায় দু’আ করেন। খুতবায় তিনি মানুষের অধিকার, বিশেষ নারীর অধিকার ও উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেই সঙ্গে ওয়াদাপালন, মাতাপিতার সেবা, সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধ, মানবসেবা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার কথা বলেন। এছাড়াও তিনি হাজ্বীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং করোনা মহামারীতে সৌদি সরকারের গৃহীত পদক্ষেপ এর প্রশংসা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুত বৈশ্বিক এই মহামারি কেটে যাবে। আবার আগের মতো হজ ও উমরা যাত্রীদের আগমনে মুখরিত হবে পবিত্র এই ভূমি। ৯২ বছর বয়সী শাইখ আব্দুল্লাহ বিন সুলাইমান সবচেয়ে প্রবীণ হজ্বের খতীব।

তিনি ‘মুহাম্মাদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়’ থেকে শরীয়া বিভাগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এবং বিচারবিভাগের উচ্চ প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

বর্তমানে তিনি রুলার কোর্টের সিনিয়র অধ্যাপক ও সুপ্রিম কোর্টের বিচারপতি কমিটির সদস্য। এছাড়াও তিনি ইসলামিক ফিকহ একাডেমির সদস্য। তিনি সৌদি আরবের অধিকাংশ ব্যাংকের শরীআ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

ফেসবুকে লাইক দিন