মাত্র ৩ সেকেন্ডেই ভেঙ্গে পড়ল ৪ তলা ভবন
ইমান২৪.কম: তিন সেকেন্ডেই ধসে পড়ল চারতলা ভবন। সেই দৃশ্য আবার পেছন থেকে ভিডিও করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দাসপুরে শনিবার (১৩ জুন) এ ঘটনা ঘটেছে। ভবন ধসের দৃশ্য পেছন ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওর উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গোমরাই খালের সংস্কার চলছিল। খালের পাড়েই রাস্তা।
তার পাশেই চারতলা বাড়ি। সকালে বাড়ির একাংশে ফাটল দেখা দেয়। বিপদের আশঙ্কায় বাড়ির মালিক নিমাই সামন্ত সপরিবারে বাড়ি ছাড়েন।
এর কিছুক্ষণ পরেই চারতলা বাড়িটাই হুড়মুড়িয়ে ভেঙে খালের মধ্যে পড়ে। নিমাইয়ের পরিবার নিরাপদে সরে যেতে পারলেও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র কিছুই বাড়ি থেকে বের করতে পারেনি।
সেগুলো ধ্বংস হয়ে যায়। বাড়িটির নিচে ৪টি দোকান ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। হঠাৎ দুর্ঘটনার কারণে দোকানের মালপত্রও বের করা যায়নি।
হতাহতের ঘটনা না ঘটলেও গ্রামবাসীদের অভিযোগ, খাল সংস্কার অবৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছিল।
যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সেচ দফতরের কর্মকর্তারা।