আসছে ইসলামিক চ্যানেল, নতুন করে বার্তা দিলো তিন মুসলিম নেতা
ইমান২৪.কম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়ার উদ্যোগে ইসলাম বিদ্বেষী বিরোধী যে টিভি চ্যানেলটি আসছে সেটি ইংরেজিতে বিবিসির






মতোই হবে। সোমবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে চ্যানেলটি বিবিসির মতো ইংরেজি ভাষায় হবে। এটিতে মুসলিমদের বিষয়টি হাইলাইট করা হবে।






আমরা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ করব। তিন দেশ ইসলাম বিদ্বেষী মন্তব্যের মোকাবিলার চ্যালেঞ্জ হিসেবে টিভি চ্যানেলটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ইমরান খান সিরিজ টুইটে আরও বলেন,






প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং আমার সঙ্গে আজ আলোচনা হয়েছে। তিন দেশ মিলে যৌথভাবে ইংরেজি ভাষায় টিভি চ্যানেলটি খোলার সিদ্ধান্ত হয়েছে।






আরো পড়ুন>> অবশেষে জাতীয় পরিচয়পত্র পাচ্ছে রোহিঙ্গারা। তবে বাংলাদেশের নয় মিয়ানমারের। পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন জানিয়েছেন রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি হয়েছেন






মিয়ানমার। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে ‘স’হিংসতা ও উ’গ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা উত্তরব’ঙ্গ






থেকে অভি’জ্ঞতা’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড






লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।