আশুলিয়ার জামগড়ায় আগুনে একই পরিবারের দগ্ধ ৫

ইমান২৪.কম: আশুলিয়ার জামগড়ার একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার(২ নভেম্বর) সকালে বাসাটির রান্না ঘর থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন দগ্ধদের আত্মীয়রা।

দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী আব্দুর রব, তার স্ত্রী নিপা আক্তার, তাদের দেড় বছরের মেয়ে আয়শা, আব্দুর রবের মা হাসিনা বেগম এবং বাবা আরব আলী। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, হাসিনা ৯৬ শতাংশ,

আব্দুর রবের ৮৮ শতাংশ, আরব আলীর ৬০ শতাংশ, দেড় বছরের বাচ্চা আয়শার ২২ শতাংশ এবং নিপার ৭ শতাংশ পুড়ে গেছে। নিপা আক্তার ছাড়া বাকি সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন: আবারো আ.লীগকে নির্বাচিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

সংলাপের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রী‌কে বি চৌধুরীর চি‌ঠি

ফেসবুকে লাইক দিন