আল্লাহর ওয়া’স্তে ছবি তুইলেন না, আমার একটা সম্মান আছে, বেইজ্জতি কইরেন না
ইমান২৪.কম: যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে শুক্রবার দুপুরে গ্রে’প্তার করেছে র্যাব।






তার কাছ থেকে নগদ দেড় কোটি টাকা এবং প্রায় ২০০ কোটি টাকার ফি’ক্সড ডিপোজিট রেটের (এফডিআর) কাগজপত্র পায় র্যাব। এরপর সাংবাদিকদের ওই নগদ টাকার বা’ন্ডিল দেখার সুযোগ দেয়া হয়।






তবে সাংবাদিক দেখে হতভ’ম্ব হয়ে যান শামীম। তিনি সাংবাদি’কদের উদ্দেশ্যে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে ছবি তুইলেন না, আমাকে বেইজ্জ’তি কইরেন না। আমার একটা স’ম্মান আছে। এখানে যা হচ্ছে, আপনারা দেখছেন।






কিন্তু আমাকেও আত্ম’পক্ষ সমর্থন করতে দিতে হবে।’ এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্লি’জ ছবি তুলবেন না।’






তার এ কথা শুনে র্যাবের এক কর্মকর্তা শামীমকে বলেন, ‘আপনি আমাদের সহযোগিতা করেন। আমাদের সহযোগিতার জন্য ও অভিযানের সচ্ছতার জন্য মিডিয়া আমাদের সহযোগিতা করছে।’






অভিযানের পুরো সময়টুকু নিজেকে ক্যামেরা থেকে নিবৃত করার চেষ্টা করেন শামীম। কখনও দাঁড়িয়ে, চেয়ারে বসে, হাত দিয়ে মুখ ঢাকছিলেন তিনি।






আবার এটা-ওটা খোঁজার জন্য দী’র্ঘক্ষণ টেবিলের নিচে মাথা ঢুকিয়েও রাখেন।





