আল্লামা আহমদ শফীর জানাজায় অংশ নিতে লাখো মুসল্লির ভিড়

ইমান২৪.কম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামীম শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর জানাজায় অংশ নিতে হাটহাজারী অভিমুখে লাখো মানুষের ঢল নেমেছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ যোহর হাটহাজারী মাদরাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন মরহুমের বড় ছেলে রাঙ্গুনিয়া পাখিয়ার টিলা কওমী মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ আবু ইউসুফ।

পূর্ব ওসিয়ত অনুযায়ী হাটহাজার‌ী মাদরাসায় অবস্থিত মাকবারায়ে জামেয়ায় মরহুমকে দাফন করা হবে। এদিকে শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর নামাজে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং জানাজায় আগত মুসল্লীদের নিরাপত্তার লক্ষ্যে চট্টগ্রামের ৪ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সকাল থেকে জেলার হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকাল পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার সকাল থেকে চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে হাটহাজারীতে ৪ প্লাটুন, পটিয়ায় ২, রাঙ্গুনিয়ায় ২ এবং ফটিকছড়িতে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

ফেসবুকে লাইক দিন