আ:লীগ-বিএনপিকে পিছনে ফেলল ইসলামী আন্দোলন

ইমান২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দলটি ২৯৯ আসনে প্রার্থী দিয়েছে ২৯৯ জন। এছাড়া আওয়ামী লীগ ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আর বিএনপি ২৯৫টি আসনে মনোনয়ন দিয়েছে ৬৯৬ জনকে। জাতীয় পার্টি ২১০টি আসনে ২৩৩ জন প্রার্থী মনোনয়ন দিয়েছে।

প্রধান ৩টি দল অনেক আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। এর বাইরে ইসলামী আন্দোলনসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর। দলগুলো কিছু কিছু আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিলেও ৯ ডিসেম্বর পর্যন্ত তা প্রত্যাহারের সুযোগ আছে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি। ইসির তথ্য অনুযায়ী এবার প্রথম নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে, যা আগের দুই নির্বাচনে দেখা যায়নি। এবার সব মিলিয়ে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইমান২৪

ফেসবুকে লাইক দিন