আর কত মানুষ ম’রবে? কবে শেষ হবে লগি-বৈঠার রাজনীতি?: আল্লামা আতাউল্লাহ
ইমান২৪.কম: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ এর হ’ত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিব করে বলেছেন, দেশে গু’ম, খু’ন, নি’র্যাতন ও রাজনৈতিক






প্রতিহিংসার বলি হচ্ছে সাধারন জনগণ। মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। মানুষ গড়ার কারখানা শিক্ষাঙ্গনে চলে অস্ত্রের মহড়া। সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নেই, নেই মত প্রকাশের






স্বাধীনতা। সরকার দলীয় ক্যাডারদের হাতে শিক্ষাঙ্গনসহ প্রতিটি নাগরিক আজ জিম্মী। দেশের প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতির মহোৎসব। একদিকে যুবলীগ নেতা-কর্মীরা ক্যা’সিনোর মাধ্যমে যুব সমাজকে ধ্বং’সের






দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে ঈ’মানদার নামাজী ছা’ত্রদেরকে পি’টিয়ে মা’রছে ছাত্রলীগ। কবে শেষ হবে ১/১১ এর লগি-বৈঠার রাজনীতি? আর কত মরবে মানুষ? এ অরা’জকতা আর বরদাশত করা যায় না।






জামাত-শিবিরের নাম দিয়ে সাধারন নি’রাপরাধ মানুষ হত্যার রাজনীতি ব’ন্ধ করতে হবে। অবিলম্বে আবরারের খু’নিদের দ্রু’ত বিচার কা’র্যকর করতে হবে। আজ সকালে মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর মাদরাসায়






বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আ’মেলার মাসিক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,






নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফিরোজ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা আনোয়ারুল্লাহ ভূইয়া, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা






সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মৌলভী আব্দুর রকিব, মুফতি ইলয়াস মাদারীপুরী, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা রুহুল আমিন ও জনাব আনসার উদ্দিন প্রমূখ।