আর্মেনিয়ার ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে ভূমিতে নামিয়ে আনল আজারবাইজান
ইমান২৪.কম: আর্মেনিয়ার ‘গ্রিফোন-১২’ মডেলের একটি ড্রোনের নিয়ন্ত্রণ গ্রহণের পর তা ভূমিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালানোর পাশাপাশি হামলাও পরিচালনা করা যায়।
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হলেও এখনও মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি সীমান্ত থেকে ছয় জন আর্মেনীয় সেনাকে আটকের কথা জানিয়েছে আজারবাইজান।
এই দুই দেশের মধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। ১৯৯১ সালে আজারবাইজানের বিশাল অঞ্চল দখল করে নেয় আর্মেনিয়া।
এরপর সর্বশেষ গত বছরের ২৭ সেপ্টেম্বর আবারও দুই দেশ যুদ্ধে জড়ায়। আর্মেনিয়া গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়।
নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ঐ চুক্তিতে সই করেন।
এই চুক্তির ভিত্তিতে সেখানে যুদ্ধ বন্ধ হয় এবং আর্মেনিয়া দখলীকৃত এলাকা আজারবাইজানকে ফেরত দিতে রাজি হয়।