আমেরিকায় ভয়াবহ দাবানল, পালিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ
ইমান২৪.কম: ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় আমেরিকার ওরেগন রাজ্য থেকে পাঁচ লাখেরও বেশি মানুষ পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ওরেগন রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। ওরেগন রাজ্যের গভর্নর ক্যাট ব্রাউন বলেন, এখনো হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
তবে কমপক্ষে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আমেরিকার পশ্চিমাঞ্চল জুড়ে ১০০টির বেশি জায়গায় জ্বলছে দাবানলের আগুন।
দাবানলের কারণে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বেশ কয়েকটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া সেখানকার ৪৪ লাখ একর জমি দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আন্তঃসংযোগ দমকল কেন্দ্র।