আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫, নিখোঁজ ৮৭০
ইমান২৪.কম: আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। দেশটির তরফ থেকে গতকাল রবিবার এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থামলেও ক্রমশ বাড়ছে নিহতের সংখ্যা। এতে এখনো ৮৭০ জনের খোঁজ পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানায়, নিখোঁজের অনেকে ভয়াবহ দাবাবনলে মারা যেতে পারেন।
গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানল প্রায় দেড় সপ্তাহ ধরে তাণ্ডব চালায়।
এতে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরটি পুড়ে ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়। দাবানলে দেশটির ১৪ হাজার বাড়ি, ৫১৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ও ৪ হাজারের বেশি বিল্ডি ধ্বংস হয়েছে বলে খবরে বলা হয়। এছাড়া তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরে যেতে বললেন ড. কামাল
বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে বহাল রাখার দাবিতে স্মারকলিপি
সংসদ বহাল রেখে কেন নির্বাচন, ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি
যারা লালন-নজরুল সঙ্গীত শোনে এবং রবীন্দ্রনাথের লেখা পড়ে তারা কখনো জঙ্গী হয়না: মনিরুল ইসলাম
গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার এবং একুশে টিভির সাবেক চেয়ারম্যানসহ আরো অনেকে