আমি নিজে মুসলমান, আমার স্ত্রী হিন্দু ও সন্তানেরা হিন্দুস্তান: শাহরুখ খান
ইমান২৪.কম: শাহরুখ খান বলেন, আমরা হিন্দু-মুসলমান বিষয় নিয়ে আলোচনাই করি না।
আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান, আর সন্তানরা হিন্দুস্তান।
তাহলে স্কুল-কলেজের বিভিন্ন ফর্মে ‘রিলিজিয়ন’র জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা?
উত্তরে শাহরুখ বলেন, ‘ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল, “পাপা আমরা কোন ধর্মের?” আমি ওদের বলি, আমরা ইন্ডিয়ান সুহানা।
কোনো বিশেষ ধর্মের নয়। হতেও চাই না।’ শাহরুখের ওই কথা শোনার পরই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।
শাহরুখ আরও জানান, তার বাড়িতে একাধিক উৎসব পালন করা হয়।
কোনও নির্দিষ্ট ধর্মের আচার-অনুষ্ঠান নয়। আমার ছেলে-মেয়ের নাম দিয়েছি খুবই চিন্তা-ভাবনা করে।
যাতে গোটা ভারতে সকলের সঙ্গে মিলেমিশে যায়। এখন খান পদবিটা আমার, ওরা চাইলে নাও ব্যবহার করতে পারে।
নিজের সম্পর্কে তিনি বলেন, যদি পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়টি বিবেচনা করা হয় তাহলে আমি ধার্মিক নই।
কিন্তু আমি মুসলিম। আমি ইসলামী মতাদর্শে বিশ্বাস করি। আমার মতে, ইসলাম একটি সুন্দর ধর্ম এবং খুবই সুশৃঙ্খল।