আমি জেরুসালেম দিয়েছি তবুও ইহুদিরা আমাকে ভোট দেয়নি: ট্রাম্প

ইমান২৪.কম: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরও মার্কিন ইহুদিদের বড় একটি অংশ আমাকে ভোট দেয়নি।

বুধবার (১৬ জুন) ব্রুকলিনভিত্তিক ইহুদিবাদীদের সাপ্তাহিক ম্যাগাজিন এএমআইকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আপনি কি জানেন আমাকে সবচেয়ে বেশি কোন বিষয়টি অবাক করে? আমি গোলান মালভূমি, জেরুসালেমে ইসরাইলের কর্তৃত্বের স্বীকৃতি দিয়েছি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভণ্ডুল করে দিয়েছি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি নিশ্চয়ই ছিল বড় ধরনের বিপর্যয়, তাই নয় কি? এছাড়া অনেক কিছু করেছি।

তবু ইহুদিরা তাকে সেভাবে ভোট না দেওয়ায় অবাক হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমার বিশ্বাস— আমি মনে হয় মাত্র ২৫ শতাংশ ইহুদির ভোট পেয়েছি। এটা কোনো কথা?

ফেসবুকে লাইক দিন