আমার স্বামী ঘরে ফিরেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া: আদনানের স্ত্রী
ইমান২৪.কম: ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে খোঁজ পাওয়া গেছে। তিনি রংপুরের নিজ বাড়িতে ফিরে এসেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ওসি। তবে কিভাবে তিনি কোথা থেকে বাড়িতে ফিরেছেন তার বিস্তারিত তথ্য এখনও জানাতে পারেননি।
ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী বলেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার স্বামী ঘরে ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ গণমাধ্যমকে জানান, আজ শুক্রবার দুপুরে তিনি রংপুর নগরীর কলেজ রোডে তাঁর প্রথম স্ত্রীর বাবার বাড়িতে আসেন।
পরে তাঁকে থানায় পুলিশ হেফাজতে আনা হয়। থানা থেকে পরে আদনানকে রংপুরের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।