আমাদের ভোট না দিতে ভোটারদের হাত কাঁপবে : পরিকল্পনামন্ত্রী

ইমান২৪.কম: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সব প্রকল্পই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমরা জনগণের জন্য কাজ করি। এত প্রকল্প করা হচ্ছে যেন, আমাদের ভোট না দিতে ভোটারদের হাত কাঁপবে।’

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামীবার ক্ষমতায় এলে পরের পাঁচ বছর দুই কোটি লোকের কর্মসংস্থান হবে। চলতি অর্থবছরে সোয়া ৮ শতাংশের কম মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে না।

আজ বুধবার ৩০ হাজার ২৩৪ কোটি টাকার ২৮টি প্রকল্প পাস করা হয়েছে। গত রোববার রেকর্ড ৩৯টি প্রকল্প পাসের তিন দিন পরেই আজ এসব প্রকল্প পাস করা হয়।

এ নিয়ে গত ৩ মাস ৭ দিনে সব মিলিয়ে ১৪ টি একনেক সভায় মোট ২৩৬টি প্রকল্প পাস হয়েছে। এসব প্রকল্পে মোট খরচ হবে ২ লাখ ৭৩ হাজার ৫৫২ কোটি টাকা।

শেরেবাংলা নগরের এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকের (বুধবার) একনেক সভার পর আর কোনো একনেক সভা হবে না, এটা বলতে পারব না। আমি কতটা সময় দিতে পারব, সেটাও বিবেচনা করতে হবে। নির্বাচনের জন্য নিজের এলাকায় বেশি সময় দিতে হবে।’ তবে তিনি বলেন, নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক, এমন কিছুই করা হবে না।

আরও পড়ুন: ঐক্যফ্রন্টের প্রস্তাব নাকচ করে দিল আওয়ামী লীগ

৮০ হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ

শেখ হাসিনার সরকারে নির্বাচনে যেতে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে…

ছোটলোক বলার জবাবে মান্নাকে যা বললেন প্রধানমন্ত্রী !

জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিবন্ধী পরীক্ষার্থীকে বের করে দিল শিক্ষকরা

ফেসবুকে লাইক দিন