আবারো ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

ইমান২৪.কম: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে।

লকডাউনের দু’মাস পরেও ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। বরং বেড়েছে মৃত্যুর সংখ্যা।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ।

এটি এখন পর্যন্ত দেশটিতে একদিনে রেকর্ড পরিমাণ আক্রান্তের সংখ্যা। বুধবার (৩ জুন) ৯ হাজার ৬০০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে।

ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৭ হাজার। এদিন, করোনা আক্রান্ত ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান ভারতে।

মৃতের সংখ্যা ছাড়ায় ছয় হাজার। শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন আড়াই হাজারের বেশি।

রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাট ও অন্ধ্র প্রদেশ। পশ্চিমবঙ্গ-আসামেও ঊর্ধ্বমুখী নতুন আক্রান্তের সংখ্যা।

লকডাউন শিথিলের মধ্যে গেল এক সপ্তাহে দেশজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৬০ হাজার। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখের বেশি মানুষ।

ফেসবুকে লাইক দিন