আবারো বন্ধ করা হচ্ছে আল আকসা মসজিদ
ইমান২৪.কম: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী শুক্রবার থেকে তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে ইসলাম ও মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেরুসালেম ইসলামী ওয়াকফের সদস্য হাতেম আবদুল কাদের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ইসরাইল ও ফিলিস্তিন অঞ্চলগুলিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেরুসালেম ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাতেম আবদুল কাদের বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিন সপ্তাহের জন্য আল আকসা মসজিদে উপাসক ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।
তবে মসজিদে আজান হবে এবং স্টাফদের জন্য উন্মুক্ত থাকবে। তিনি আরো বলেন, আমরা আশা করি যে নাগরিকরা তাদের স্বাস্থ্য রক্ষা এবং সুস্থ থাকার জন্য মসজিদ বন্ধ হওয়ার বিষয়টি সহজভাবেই নেবেন।
প্রসঙ্গত, আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালের আরব- ইসরাইল যুদ্ধে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করার পর আল আকসার উপর তাদের অবৈধ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে নেয়।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ মসজিদটি গত মার্চের শেষের দিকেও দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিলো।