আবারও জম্মু-কাশ্মির, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
ইমান২৪.কম: জম্মু-কাশ্মিরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ সাফানাগিরি এলাকায় গেরিলারা নিহত হয়। মুহাম্মদ ইদ্রিস সুলতান ও আমীর হোসেন রাঠোর নামে নিহত দুই গেরিলাই সোপিয়ান জেলার বাসিন্দা। পুলিশের এক মুখপাত্র বলেন, নিহত ইদ্রিস আগে সেনাবাহিনীর সদস্য ছিল। সেনা ইউনিট ত্যাগ করে চলতি বছরের এপ্রিলে তিনি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। কর্মকর্তারা বলছেন, হিজবুল মুজাহিদীন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত নিহতরা নিরাপত্তা প্রতিষ্ঠান হামালা চালানো সহ বেসামরিক মানুষজনের উপরে অত্যাচারে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।
দক্ষিণ কাশ্মিরের সাফানাগিরি এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা যৌথভাবে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। অন্যদিকে, আজ সকালে উত্তর কাশ্মিরের বান্দিপোরাতে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ওই এলাকায় সেনা ও পুলিশের যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট!
অসংগতিতে ভরা মামলা দিয়েই গণস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখলের চেষ্টা