আবদুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ইমান২৪.কম: আল-জামিয়াহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসার অধ্যক্ষ, পিস টিভির আলোচক আবদুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে নানারকম অনিয়ম এবং কারণে-অকারণে শিক্ষক-কর্মচারীদের বহিষ্কারের অভিযোগ উঠেছে।
এসব অভিযোগে বুধবার বেলা ১১টায় রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক, কর্মচারী ও দাতা সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সদ্য বহিষ্কৃত মুহাদ্দিস মাওলানা ইবরাহীম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২২ জুলাই জেলার পবা উপজেলাধীন জামিয়াহ মাদ্রাসায় কর্মরত অন্তত ১২ জন শিক্ষক-কর্মচারীকে অবৈধভাবে মোবাইল ফোনে কল দিয়ে বহিষ্কার করেছেন অধ্যক্ষ আবদুর রাজ্জাক বিন ইউসুফ।
এটি চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। তারা এর কারণ জানতে চাইলে অধ্যক্ষ তার ছেলে ও জামাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ভুক্তভোগীরা আবদুর রাজ্জাকের ছেলে ও জামাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা ভিন্ন ভিন্ন উত্তর দেন।
তারা কমিটিকে জানালে কমিটির সদস্যরা অধ্যক্ষের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসায় গেলে তিনি কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ না করে উল্টো পুলিশ ডাকেন। ভুক্তভোগীরা জানান, তারা আইনের আশ্রয় নিয়ে উকিল নোটিশ পাঠালেও কোনো প্রতিকার পাননি।
উল্টো আবদুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক তাদের হুমকি-ধমকি দেন। চাকরি হারিয়ে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সেক্রেটারি জিয়াউর রহমান বলেন, আবদুর রাজ্জাক বিন ইউসুফ কমিটির কথা না শুনেই নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করেন।
কোনোরকম নোটিশ ছাড়াই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ছাঁটাই করেছেন। এ নিয়ে কমিটির সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাক্ষাতও করেননি। তবে মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক নয়। বহিষ্কার নয় বরং তাদের আমার আরেকটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।