আফগান জনগণের যা কল্যাণকর তা আমাদেরও কল্যাণকর: ইমরান খান
ইমান২৪.কম: প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগান জনসাধারণের যা কল্যাণকর তা আমাদের জন্যেও কল্যাণকর।
তবে কিছু অপশক্তি আফগান শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দিতে উঠেপড়ে লেগেছে। একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইমরান খান বলেন, পাকিস্তান আফগানিস্তান সংকট সমাধানের জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছিল।
কেননা যদি আফগানিস্তানের নিরাপত্তা বজায় না থাকে এবং তাদের শান্তি ক্ষুন্ন হয়,তবে এর প্রভাব পাকিস্তানেও পরবে।
আমি সর্বদা বলে এসেছি, আফগান সংকটের একমাত্র সমাধান হল পারস্পরিক আলোচনা। তিনি বলেন, আফগান শান্তি প্রক্রিয়া একটি অলৌকিক ঘটনা।
তবে ভারতের আফগান পলিসি পাকিস্তানের জন্য উদ্বেগজনক। ভারত, আফগানিস্তানের বিষয়াদিতে হস্তক্ষেপ করছে।
সাতগুণ বড় একটি রাষ্ট্র যদি তাদের প্রতিবেশী রাষ্ট্রে হস্তক্ষেপ করে তবে এমনিতেই সমস্যা সৃষ্টি হয়।