আফগান ছেড়েছে অর্ধেক মার্কিন সেনা
ইমান২৪.কম: আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। তবে তাদের সাজ সরঞ্জামগুলো হয় দেশে পাঠানো হয়েছে নয়তো নষ্ট করে ফেলা হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এ তথ্য জানায়।
সেন্টকম জানায়, ৩০ থেকে ৪৪ শতাংশ সৈন্য প্রত্যাহার এখন সম্পন্ন হয়েছে।
জানা যায়, ৩০০টি সি-সেভেন্টিন বিমানের ধারণ ক্ষমতাসম্পন্ন সরঞ্জাম আফগানিস্তান থেকে সরাতে সক্ষম হয়েছে আমেরিকা। আরও ১৩ হাজার সাজসরঞ্জাম নষ্ট করে দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
দীর্ঘ ২০ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে আমেরিকা। চলতি বছরের ১১ সেপ্টেম্বর আফগান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলছে আমেরিকার জো বাইডেন প্রশাসন।
আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ১ মে’র মধ্যে সেনা প্রত্যাহার হওয়ার কথা ছিল।