আফগানিস্তানে জয় লাভ করতে পারবে না তালেবান: ইমরান

ইমান২৪.কম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তালেবান সমগ্র আফগানিস্তানে জয় লাভ করতে পারবে না। আফগানিস্তানে পাকিস্তান যেকোনো সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ইমরান খান এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন তালেবান আফগানিস্তানে একের পর এক অঞ্চল দখল করে চলেছে এবং তালেবানের সঙ্গে পাকিস্তানের গোপন সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে।

আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তানের অন্তত ৫০টি জেলা দখল করে নিয়েছে। আরও কিছু জেলা আছে যেখানে তালেবান অথবা সরকারি বাহিনী কেউ কারও সঙ্গে পেরে উঠছে না।

মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলে তালেবান দেশটিতে আক্রমণ বাড়িয়েছে। গত দুই মাস যাবৎ আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করতে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই মতামত-উপসম্পাদকীয়তে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছেন, তালেবান সমগ্র দেশে বিজয়ী হতে পারবে না। তবে আফগানিস্তানে কোনো সরকার সফল হতে হলে তালেবানকে অবশ্যই সরকারে সম্পৃক্ত করতে হবে।

এসময় তিনি বলেন, অতীতে পাকিস্তান আফগানিস্তানে যুদ্ধরত দুই গোষ্ঠীর মধ্যে গিয়ে ভুল করেছে। কিন্তু আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান আফগানিস্তানে শান্তির অংশীদার হতে চায়। তবে যেহেতু যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করছে, সেক্ষেত্রে আফগানিস্তানে পরবর্তী সহিংসতা রোধে আমরা কোনো ঝুঁকি নেব না।

এর আগে গত সপ্তাহে তোলো নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও একই ধরনের মন্তব্য করেন। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, আফগানিস্তানে পাকিস্তান শান্তির অংশীদার হতে চায়।

তবে বিশ্লেষকদের মধ্যে আফগানিস্তানে পাকিস্তানকে নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভেতরে ভেতরে পাকিস্তান তালেবানকে সমর্থন দিচ্ছে অথবা তালেবানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয় তাদের আপস রয়েছে।

ফেসবুকে লাইক দিন