আদনান ও তার সঙ্গীদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে আদালত

ইমান২৪.কম: আদালতের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান ও তার সঙ্গীদেরকে।

আজ শুক্রবার (১৮ জুন) রাতে রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালতে জবানবন্দি শেষে তাদেরকে রাত পৌনে ১২টার দিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আদনান, আমিরুদ্দিন ও মুহিদকে একটি পুলিশ ভ্যানে আদালতে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, গত ১০ জুন ঢাকা থেকে রংপুর আসার পথে নিখোঁজ হওয়া ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার সঙ্গীদেরকে শুক্রবার জুমার নামাজের পর খোঁজে পায় পুলিশ।

এরপর পুলিশ বিকালে সংবাদ সম্মেলন আয়োজন করে জানায়, তারা সবাই ব্যক্তিগত কারণে আত্মগোপনে চলে গিয়েছিলেন।

যেদিন থেকে তাদেরকে পাওয়া যাচ্ছিল না সেদিন থেকেই তারা গাইবান্ধায় আদনানের বন্ধুর বাসায় অবস্থান করছিল। তাদের এই আত্মগোপনের পেছনের সরকার ও জনগনকে বিব্রত করার কোনো উদ্দেশ্য নেই।

ফেসবুকে লাইক দিন