আটলান্টিক মহাসাগরের উপর ভাসছে মসজিদ
ইমান২৪.কম: অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যিই এমন এক মসজিদ রয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে। যার নাম গ্র্যান্ড মস্ক আল হাসান টু। মসজিদটির এক তৃতীয়াংশ আটলান্টিক মহাসাগরের ওপর ভাসমান রয়েছে। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয়, ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপর। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান কাসাব্লাঙ্কা শহরে এ মসজিদটি তৈরি করেছেন।
মসজিদটির নির্মাণ কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা। আর এর নকশা তৈরি করেছিলেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ।মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ১৯৮৭ সালের আগস্ট মাসে। ৮০ কোটি ডলার ব্যয়ে প্রায় ২৫ হাজার শ্রমিক ও কারুশিল্পীর অক্লান্ত পরিশ্রমে সাত বছরে নির্মিত হয় এ মসজিদটি।
১৯৯৩ সালে মসজিদটির উদ্বোধন করা হয়। এটিতে প্রায় ১ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর মিনারের উচ্চতা ২০০ মিটার এবং মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার। মসজিদের ছাদটি প্রতি ৩ মিনিট পরপর যান্ত্রিকভাবে খুলে যায় বলে এর ভেতরে সহজেই আলো-বাতাস প্রবেশ করতে পারে।
তবে বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না। ২৫০০ পিলারের ওপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশে সাজানো আছে ১২৪টি ঝরণা এবং ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি।
আরও পড়ুন: খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষকের দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা
হচ্ছে না বিশ্ব ইজতেমা, নতুন করে যে সিদ্ধান্ত হলো
মিয়ানমারের রাখাইনে ফের সামরিক অভিযান শুরু
দুই শিশু অকূলে ভাসল কুল কুড়াতে গিয়ে
তাবলিগের দুই পক্ষই ভারতের দেওবন্দ যাচ্ছে
হচ্ছে না বিশ্ব ইজতেমা, নতুন করে যে সিদ্ধান্ত হলো
আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে শক্তহাতে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী