আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইমান২৪.কম: আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরকে ঘিরে তোরণ-বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। এরইমধ্যে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। প্রধানমন্ত্রীর এ সফরে ময়মনসিংহ বিভাগের ১৯৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

তাঁর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার(২ নভেম্বর) বিকেলে জেলার সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আরও পড়ুন: আবারো আ.লীগকে নির্বাচিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

সংলাপের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রী‌কে বি চৌধুরীর চি‌ঠি

ফেসবুকে লাইক দিন