আজ খুলনায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দম্পতি নিহত হয়েছে

ইমান২৪.কম: খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দম্পতির নাম পরিচয় সনাক্ত করতে পেরেছে প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে তারা মোটরসাইকেলে করে যাচ্ছিল,এমন সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তারা দুজনেই মারা যায়।

তারা হলেন- কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল-খাজুরা গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩৫)। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান,

মোটরসাইকেলে করে তারা খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আয়েশা সিদ্দিকা নিহত হন। আর গুরুত্বর আহতাবস্থায় নজরুলকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন