আজাদি মার্চ শুরু পাকিস্তানে, চূড়ান্ত আন্দোলন ৩১ অক্টোবর

এখনবাংলা: পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমা’নের নে’তৃত্বে করাচি থেকে শুরু হল আ’জাদি মার্চ।

তবে ৩১ অক্টোবরে চূড়ান্তভাবে আন্দোলন হবে ইসলামাবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অভিমুখে আজা’দি মার্চ শুরু করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

রোববার করাচি থেকে জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এতে নওয়াজ শরিফের মুসলিম লীগ, জা’রদারির পাকিস্তান পিপলস পার্টিসহ অন্যান্য বিরোধী দলগুলোও অংশ নিয়েছে।

আজাদি মার্চের উদ্বোধনী বক্তৃতায় কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করে মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তান কাশ্মীরিদের এ বিপ’র্যয়ের সময় নীরব দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে না।

লাখো মানুষের এ সমাবেশ থেকে ভারতের জালেম সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই। উল্লেখ্য, আজ রোববার থেকে শুরু হয়েছে আজাদি মার্চ তথা সরকার হটাও আন্দোলন। তবে ৩১ অক্টোবরে চূড়ান্তভাবে আন্দোলন হবে ইসলামাবাদে।

এজন্য দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে ও আজাদি পদযাত্রায় অংশ নিতে তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন।

গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে। শান্তিপূর্ণ পদযাত্রায় কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অ’স্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে।

সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।

ফেসবুকে লাইক দিন