আজকে না গেলে চাকরি থাকবে না, তাই ঝুকি নিয়ে ঢাকার পথে মাহফুজ

ইমান২৪.কম: গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক রহিমা বেগম। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফরিদপুর গিয়েছিলেন। চলমান লকডাউনের মধ্যেও তাকে ফিরতে হচ্ছে কর্মস্থলে।

কারণ সরকার ১৪ দিনের লকডাউন দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি দিয়েছে মাত্র সাতদিনের। ছুটি শেষ হওয়ায় পথের ভোগান্তি মাথায় নিয়েই গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছেন রহিমা।

পোশাক শ্রমিক মাহফুজুর রহমানেরও ছুটি শেষ। চুয়াডাঙ্গা থেকে ছোট যানবাহনে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে। পাটুরিয়া ঘাটে পৌঁছে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল ভাড়া করে রওনা হন গন্তব্যে।

মাহফুজ বলেন, ‘ঘাটে এসে যখন যানবাহন পাচ্ছিলাম না তখনো অফিসে ফোন করেছিলাম। অফিস বলল, আসবেন কি আসবেন না এটা আপনার ব্যাপার। বুঝলাম না গেলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়েই যাচ্ছি।’

সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে রহিমা বেগম ও মাহফুজুর রহমানসহ বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা সড়কে বের হওয়ার কারণ হিসেবে তারা ছুটি শেষ হয়ে যাওয়ার কথাই বলছেন।

ফেসবুকে লাইক দিন