আগুনসহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা; ইহুদীবাদী ইসরাইলে আতঙ্ক

ইমান২৪.কম: অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপশহরগুলোতে আবারও আগুনসহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা।

এসব বেলুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে এ আশঙ্কায় ইহুদীবাদী ইসরালের দখলীকৃত অঞ্চলে গড়ে ওঠা উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল (শুক্রবার) একদল ফিলিস্তিনি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরণের কয়েকটি বেলুন উড়িয়েছে।

এসব ফিলিস্তিনি যুবকের একজন হলেন আবু ইয়াসির।

তিনি বলেছেন, ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞ বিশেষকরে আল-আকসা মসজিদে নামাজে বাধা এবং পশ্চিমতীরকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বেলুন উড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ক্রমেই বেলুনের সংখ্যা বাড়ানো হবে। তাদের অপরাধ যত বাড়বে আগুনসহ বেলুনের সংখ্যাও ততো বাড়বে। সূত্র: পার্সটুডে

ফেসবুকে লাইক দিন