আগামীকাল সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট
ইমান২৪.কম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামীকাল মঙ্গলবার এ জনসভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হয়েছে।
আজ দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
আগামীকালের সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করে দলটি।
আরও পড়ুন: গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা
শেখ হাসিনার সরকারে নির্বাচনে যেতে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে…
আদালত চত্বরেই ব্যারিস্টার মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ
যেসব হেফাজত নেতা প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনায় আসেননি
টাকা না দিলে তোর বাবাকে ধরে নিয়ে আসব : পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম