আওয়ামী লীগের জনসভার খাবার খেয়ে হাসপাতালে দুই শতাধিক

গতকাল বুধবার ঝিনাইদহের কোটচাদপুরে একটি জনসভার খাবার খেয়ে ২ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, উপজেলার মেইন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া এই সমাবেশের আয়োজন করে।

জনসভায় মানুষকে আকৃষ্ট করার জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়। জানা গেছে সেখানে পরিবেশিত বিরিয়ানি খেয়েই এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

গতকাল দুপুর ১’টার দিকে জেলার কোটচাদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লতার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

তারপর বিকেল ৩ টার দিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরিয়ানি সরবরাহ করা হয়। এই বিরিয়ানি খেয়ে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ কোটাচদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

আওয়ামী লীগের জনসভার খাবার খেয়ে হাসপাতালে দুই শতাধিক

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, এখন পর্যন্ত (সকাল ১০ টা) খাদ্যে বিষক্রিয়া জনিত সমস্যায় ২ শ’ ২৮ জন রোগী ভর্তি হয়েছে। তবে কয়েকজন কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এদিকে সাবেক এমপি মায়া তালুকদারের অভিযোগ, দলের কোন্দলের কারণে কেউ সাবোটাজ করতে পারে বলে সন্দেহ করছেন। এর আগের দিন মঙ্গলবার জনসভা শেষে খাবার খেয়ে কর্মীরা একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল।

আরও খবরঃ খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, কিন্তু কারামুক্তি নয় এখনই

ফেসবুকে লাইক দিন