আওয়ামী লীগকে সময় হলে দেখিয়ে দিব: রাঙ্গা

ইমান২৪.কম: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সময় আসুক। জবাব কাকে বলে, আন্দোলন কাকে বলে আওয়ামী লীগকে আমরা দেখিয়ে দেব।

সোমবার গুলশানের ইমানুয়েলস হলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় একথা বলেন তিনি। এসময় ‘ত্যাগী ও পরীক্ষিত’ নেতাদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসাদের

পদ দেওয়ায় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সখ্য নেতা-কর্মীরা ক্ষোভ

জানালে তা প্রশমনে মহাসচিব রাঙ্গাঁ সরকারের বিরুদ্ধে নামার ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও তৃণমূলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের উপর

তাদের নেতা-কর্মীরা ‘জুলুম-নির্যাতন’ করছেন। রাঙ্গাঁ বলেন, জুলুম-নির্যাতন করার জন্য আমরা তাদের ক্ষমতায় নিয়ে আসি নাই। নির্বাচনের পরে আওয়ামী লীগ আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখে নাই।

আমরা পার্লামেন্টে গিয়ে এর জবাব চাইব। তৃণমূলে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কারও নিগ্রহের শিকার হলে তা সঙ্গে সঙ্গে তাকে জানাতে অনুরোধ করেন রাঙ্গাঁ।

তিনি বলেন, আজকে ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের গ্রাস রুটের কর্মীরা আমাদের হুমকি দেয়। আমরা আওয়ামী লীগকে বলব, আপনাদের নেতাকর্মীদের সোজা করেন। নইলে আমরা জানি কি

ফেসবুকে লাইক দিন