অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যে দেশবাসী স্তম্ভিত ও হতবাক : রিজভী

ইমান২৪.কম: আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন বক্তব্যে দেশবাসী স্তম্ভিত ও হতবাক হয়েছে।

তিনি বলেন, মিথ্যা সাজানো মামলায় দেওয়া দণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেছেন এবং তাতে তিনি স্থগিতাদেশ প্রার্থনা করেছেন। সে বিষয়ে আদালত এখনো সিদ্ধান্ত দেননি। তাহলে তিনি (মাহবুবে আলম) কিভাবে বললেন খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য?

তিনি বলেন, আদালত খালেদা জিয়ার আপিল গ্রহণ করেছেন। কোনো প্রকার শুনানি হয়নি, আদালত কোনো প্রকার রুল বা আদেশ দেননি। তাহলে অ্যাটর্নি জেনারেল কিভাবে বললেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাকে প্রশ্ন করতে চাই, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিউদ্দিন খান আলমগীর, হুসেইন মুহাম্মদ এরশাদের বিচারিক আদালতে সাজা হলেও, আপিল চলমান অবস্থায় তারা নির্বাচন করেছেন কিভাবে?

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, অ্যাটর্নি জেনারেল সাহেব আপনি তো আওয়ামী লীগের নেতা, আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, আপনি কিভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা থাকেন? সরকারি ক্ষমতার শক্তিতে বলীয়ান হয়ে আপনার মতো দলবাজ আগ্রাসী আইন কর্মকর্তা থাকলে ন্যায়বিচার পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাবে।

রিজভী আরো বলেন, বাংলাদেশে নজির হলো আপিল করেই নির্বাচন করা যাবে। কারণ, আপিলকে ধরা হয় চলমান বিচারের অংশ। আপিল বিভাগের রায় আছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর কে যোগ্য বা অযোগ্য সেটা ঠিক করবে ইসি। সেখানে যদি কোনো সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটে তখন তা কেবল উচ্চ আদালতে আসতে পারে।

এখন অ্যাটর্নি জেনারেল যা বলেছেন, তা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল। এমনকি তার বক্তব্য আপিল বিভাগের রায় দ্বারা সমর্থিত নয়। আপিল বিভাগের রায় অনুযায়ী যেকোনো রিটার্নিং অফিসার খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা দিতে পারেন। আইনে তাতে কোনো বাধা নেই।

নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি প্রশ্নসাপেক্ষ তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের নানা ষড়যন্ত্র, কারসাজিতে সেই একতরফা নির্বাচনের আভাসই ফুটে উঠতে আমরা দেখছি।

এর ব্যাখ্যায় পত্রিকার খবরের বরাত দিয়ে দিয়ে রিজভী বলেন, ৮৫টি উপজেলায় নির্বাচনী কর্মকর্তা নেই। এ অবস্থায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাছাই করে আওয়ামীমনা কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে। এর মাধ্যমে নির্বাচন নিয়ে সরকারের চক্রান্তের গভীরতা ও ব্যাপ্তি আরও স্পষ্ট হচ্ছে।

এই বিএনপি নেতার ভাষায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘গেইম প্ল্যান’ খুব স্পষ্ট।

প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে যশোর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ঢাকার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন রিজভী।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গণগ্রেপ্তার চলছে অভিযোগ করে একটি পরিসংখ্যান তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অবসরপ্রাপ্ত সচিব খান মুহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী

দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী

যে অদৃশ্য কারণে স্থগিত করা হলো কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বোর্ডসভা!

আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল

ফেসবুকে লাইক দিন