অসুস্থতা নিয়ে আবারও সিএমএইচে ভর্তি এরশাদ
ইমান২৪.কম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।
শুক্রবার রাতে তিনি সিএমএইচে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা তাকে রিলিজ দেননি। তবে এরশাদের এ চিকিৎসা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলে জানা গেছে।
শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার রাত থেকে সিএমএইচে আছেন হোসেন মুহম্মদ এরশাদ। শনিবার সকালে বাসায় ফিরতে চেয়েছিলেন। তবে তিনি বিশ্রাম নিয়ে বিকেলে বাসায় ফিরবেন বলে জানা যাচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবার তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চান। সেই লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি।
আরও পড়ুন: আ. লীগের এমপিও মসজিদের টাকা খেয়ে ফেলেছে: শামীম ওসমান
বড় ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ
১৪ দলের সাথে বৈঠক শেষে বিকল্পধারার মহাজোটে যোগদানের সিদ্ধান্ত
সরকারের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল