অর্থমন্ত্রীর বাসায় বিএনপির ইনাম; সিলেট জুড়ে আলোচনা

ইমান২৪.কম: সিলেটের ১৯টি আসনে লড়াইয়ের জন্য ১৮১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সিলেটের ৬টি আসন থেকে ৬৬ জন, সুনামগঞ্জের ৫টি আসন থেকে ৫২ জন, মৌলভীবাজারের ৪টি আসন থেকে ২৯ জন ও হবিগঞ্জের ৪টি আসন থেকে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন গত বুধবার।

দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দুই প্রতিদ্বন্দ্বী: মোমেন-ইনাম বৈঠক:

দেশের রাজনীতি যেখানে সচরাচর সংঘাতপূর্ণ। এক রাজনৈতিক মতাদর্শের নেতার যেখানে অন্য মতাদর্শের নেতা বা কর্মীর মুখ দেখা হয় না। ব্যক্তিগত কুশলাদি জিজ্ঞাস করা হয় না। সেখানে বরাবরের মতই সিলেটের দুই ‘হেভিওয়ট’ নেতা একজন আরেকজনের বাসায় চলে গেলেন। দেখা করলেন, আলোচনা করলেন। তাও আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেই।

দুই হেভিওয়েট প্রার্থীর এমন বৈঠক সংঘাত পূর্ণ রাজনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবে বলে সিলেটের সচেতন মহল মনে করেন।

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী একই আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি নগরীর ধোপাদিঘীরপারস্থ হাফিজ কমপ্লেক্সে ড. মোমেনের সঙ্গে দেখা করতে যান। এ সময় ড. মোমেনের অগ্রজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তার অপর ভাই ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আবদুল মুবিন উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, সৌজন্য সাক্ষাতের অংশ হিসাবে তিনি ড. মোমেনের বাসায় যান। এটা সিলেটের সংস্কৃতি বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!

ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী

এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ

জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল

গায়েবি মামলায় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে

>ইজতেমা মাঠের দখল পেতে মাও. সাদপন্থীদের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ফেসবুকে লাইক দিন