অবশেষে সৌদির প্রথম পারমাণবিক প্রকল্পের নির্মাণ কাজ শুরু হলো
ইমান২৪.কম: প্রথম পারমাণবিক গবেষণা রিয়াক্টরের নির্মাণ কাজ শুরু করেছে সৌদি আরব। গত সোমবার দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই প্রকল্পের উদ্বোধন করেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পটি সৌদি আরবের অত্যাধুনিক আরও সাতটি প্রকল্পের অন্যতম। ads পারমাণবিক গবেষণা প্রকল্পের পাশাপাশি নবায়ণযোগ্য জ্বালানি, পারমাণবিক জ্বালানি, পানি নির্লবণীকরণ, জেনেটিক মেডিসিন, এয়ারক্রাফট ডিজাইন ও কৃত্রিম উপগ্রহ প্রকল্পগুলোরও উদ্বোধন করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ।
কিং আব্দুলআজিজ সিটি ফর সায়েন্স এন্ড টেকনোলজি (একএসিএসটি) পরিদর্শনকালে মোহাম্মদ এসব প্রকল্প নিয়ে আলোচনা করেছিলেন বলে জানিয়েছে এসপিএ। নতুন এই রিয়াক্টরগুলো সৌদি আরবের বাড়তে থাকা পারমাণবিক শিল্পের জন্য নতুন টেকনোলজি উন্নয়নে গবেষণা পরিচালনা করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের প্রথম পর্যায়ে সৌদি আরব দুটি স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চুল্লি (রিয়াক্টর) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পরবর্তী ২৫ বছরে এ ধরনের আরও ১৬টি চুল্লি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কেএসিএসটির বিজ্ঞানীরা চুল্লিগুলোর নকশা করেছেন বলে জানিয়েছে এসপিএ।
প্রথম দুটি চুল্লির নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী বছরের শেষ নাগাদ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পারমাণবিক চুল্লিগুলো নির্মাণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা স্ট্যান্ডার্ড অনুসরণ করা হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। জ্বালানি হিসেবে ইউরেনিয়াম অক্সাইড ব্যবহার করে দুই দশমিক এক শতাংশ সমৃদ্ধকরণের ব্যবস্থা রেখে এসব চুল্লির নকশা করা হয়েছে।
ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত
প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার