অবশেষে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলের সঙ্গে একমত হলো ইসি
ইমান২৪.কম: অবশেষে সিআরপিসি অ্যাক্ট অনুযায়ী নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ২০ দলীয় জোটের নেতাদের সাথে একমত হয়েছে নির্বাচন কমিশন।
এর ফলে ২০ দলীয় জোটের নেতারা আশা করছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে আর সরে যাবে না কমিশন।
জানা যায়, রবিবার ২০ দলীয় জোটের সাথে বৈঠকে ইসি এ বিষয়ে একমত পোষণ করে। বিকেলে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ইসির সাথে বৈঠকে বসে ২০ দলীয় জোট।
ওই বৈঠকে ২০ দলের পক্ষ থেকে ৩৩ দিন পর্যন্ত অজ্ঞাতনামা মামলা স্থগিতের দাবি জানানো হয়। এ ব্যাপারেও ইসি ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত জোটের এক নেতা।
এছাড়া পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সাময়িকভাবে দূরে রাখার দাবি জানিয়েছেন তারা। বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা কারচুপি করেছে তাদের পরিবর্তন করার দাবিও জানায় ২০ দল।
অন্যদিকে শুধু সরকারি দল নয়, নিবন্ধিত সব দলের প্রধানদের সাথে দুজন করে স্পেশাল ব্রঞ্চের অফিসার নিয়োগের দাবি জানান তারা।
বৈঠক শেষে বেরিয়ে এসে কর্নেল অলি আহমেদ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা বেশ কিছু দিক ইসির সামনে তুলে ধরেছি, তারা এসব ব্যাপারে অনেকাংশেই একমত পোষণ করেছেন। আশা করি তারা এগুলো বাস্তবায়ন করবেন।
আরও পড়ুন: প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরে যেতে বললেন ড. কামাল
এরশাদ ক্ষুব্ধ, প্রত্যাশিত আসন না পেলে সিদ্ধান্ত পরিবর্তনের হুমকি!
সংসদ বহাল রেখে কেন নির্বাচন, ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি
যারা লালন-নজরুল সঙ্গীত শোনে এবং রবীন্দ্রনাথের লেখা পড়ে তারা কখনো জঙ্গী হয়না: মনিরুল ইসলাম
গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার এবং একুশে টিভির সাবেক চেয়ারম্যানসহ আরো অনেকে