অবশেষে সংলাপের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে যা বললেন বিশ্লেষকরা
ইমান২৪.কম: ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রাপ্তি খুব একটা না থাকলেও হতাশাজনক বলতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ বিরতির পর রাজনীতিবিদদের এক টেবিলে বসাকেই অগ্রগতি হিসেবে দেখছেন তারা। ছাড় দেয়ার মানসিকতা সৃষ্টি হলে উত্তরণের পথ মিলতে পারে বলে মনে করেন তারা। দীর্ঘদিন পর সংলাপ।
২০০৬ সালে জলিল- মান্নান সংলাপের পর আবারো আলোচনার টেবিলে রাজনীতি। ক্ষমতাসীদের ভাষায় ফলপ্রসু সংলাপ হলেও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তবে দীর্ঘবিরতির পর রাজনীতিতে সংলাপের সংস্কৃতি ফিরে আসাকেই ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লষকরা। আর প্রাপ্তি নিয়েও হতাশ নন তারা।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘একসঙ্গে তারা বসেছেন। তাদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। মুখোমুখি বসে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছেন এটাও অগ্রগতি।’ সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন,
‘প্রধানমন্ত্রীর ভেতর খুব স্বদিচ্ছামূলক আচরণ লক্ষ্য করেছি। যেমন প্রথম সংলাপেই প্রধানমন্ত্রী বলেছেন সভা সমাবেশে কোনো বাধা থাকবে না।’ তবে সফলতা পেতে হলে সব পক্ষকেই সহনশীল হবার আহ্বান তাদের। সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হবে প্রত্যাশা এটাই সবার।
আরও পড়ুন: বিএনপির সভা-সমাবেশ উন্মুক্ত করে দেয়া হয়েছে : নৌপরিবহন মন্ত্রী