অবশেষে জানা গেল, বি. চৌধুরীর বাসায় ভারতীয় হাইকমিশনার
ইমান২৪.কম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বি. চৌধুরীর বারিধারার বাসায় প্রবেশ করেন হর্ষ বর্ধন শ্রীংলা।
সেখানে শ্রিংলার নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল বৈঠকে করবেন। বৈঠকে বি. চৌধুরীর নেতৃত্বে মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী ও মাহী বি. চৌধুরীসহ যুক্তফ্রন্টের নেতারা উপস্থিত থাকবেন।
বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছে বিকল্পধারার দলীয় সূত্র।