অবশেষে জানা গেল নতুন একটা পরিকল্পনা করে ফেলেছে চীন!

ইমান২৪.কম: আন্দামান সাগরে প্রবেশের ক্ষেত্রে সহজ পথ খুঁজছে চীন। চীন সাগর থেকে আন্দামান সাগরে যেতে হলে মালাক্কা প্রণালী হয়ে যাতায়াত করতে হয়। এক্ষেত্রে বহু পথ ঘুরতে হয় চীনকে। নতুন একটা পরিকল্পনাও করে ফেলেছে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের ভেতর দিয়ে খাল কেটে নিকোবর দ্বীপপুঞ্জের আরও কাছে সরাসরি পৌঁছাতে চাচ্ছে বেইজিং। এ ব্যাপারে থাইল্যান্ড সরকারের সঙ্গে আলোচনাও শুরু হয়ে গেছে। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা তার দেশের জাতীয় নিরাপত্তা পরিষদেও পেশ করেছেন চীনের এই প্রস্তাব। ইরানের পক্ষে থাকবে চীন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং। সোমবার বেইজিংয়ে তিনি একথা জানান।

হুয়া চুন ইং বলেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয় এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করছে চীন। বেইজিং ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা করেন। তিনি বলেন, তার দেশ যেকোনো সংকটের সঠিক ও যুক্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংকট সমাধানের কোনো পথ নয়। চীন ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুরোপুরি মেনে চলবে বলেও জানান তিনি। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

তবে চীন, রাশিয়া ও তুরস্কসহ বিশ্বের বহু দেশ বলেছে, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ইরানের কাছ থেকে তেল আমদানির পাশাপাশি বাণিজ্যিক লেনদেন আগের মতো অব্যাহত রাখবে। ভারতকে পাত্তাই দিলো না চীন-পাকিস্তান ভারতের আপত্তি উপেক্ষা করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে কাশ্মীরের পিওকের মধ্যে দিয়ে লাহোর থেকে কাশগর পর্যন্ত বাস সেবা চালু করেছে পাকিস্তান। সোমবার রাতে লাহোরের গুলবার্গ থেকে প্রথমবারের মতো একটি বাস চীনের কাশগরের উদ্দেশ্যে রওনা দেয় ।

এটি গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৩০ ঘণ্টা। পাকিস্তান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে একটি বেসরকারি পরিবহন সংস্থার চুক্তি অনুযায়ী ৩ নভেম্বর থেকে সপ্তাহে চার দিন এই বাস চলবে। বাস যাত্রীদের সাথে নিতে হবে পাসপোর্ট-ভিসা এবং ২০ কেজির বেশি ওজনের লাগেজ নেওয়া যাবে না। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছিলেন, কাশ্মীরের পিওকে-র মধ্যে দিয়ে যেকোনও বাস সেবা চালুর অর্থ ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করা।

এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে সোমবার পাকিস্তান-চীন বাস চালুর পর কোনও প্রতিক্রিয়া দেখায়নি ভারত। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারত যে প্রতিবাদ করেছিল তা কানেই তোলেনি বেইজিং ও ইসলামাবাদ ।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন