অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী
ইমান২৪.কম: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।
সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ঐক্যফ্রন্টের ৭ দফাকে সমর্থন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে জনগণের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আমার দল জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় উপস্থিত বিএনপি নেতা বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান ও গণফোরামের নির্বাহী সভাপতি এভভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা
আদালত চত্বরেই ব্যারিস্টার মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ
খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের
আন্দোলনের পথে বিএনপি; প্রস্তুতি গ্রহণের নির্দেশ হাইকমান্ডের
মহানবীর বিরুদ্ধে কিছু বললে বা কুটুক্তি করলেই ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী