অবশেষে চট্টগ্রামের আদালত থেকে জামিন পেলেন ছাত্র নেতা আশরাফ মাহদী
ইমান২৪.কম: মুফতী ফজলুল হক আমিনী রাহ.-এর দৌহিত্র তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুফতী আশরাফ মাহদী একটি মামলায় চট্টগ্রাম জেলা আদালত থেকে জামিন পেয়েছেন।
একই মামলার অন্য আসামী ছাত্র নেতা কামরুল কাসেমী ইনসাফকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল (২৭ জুলাই) বিকেল দুবাই থেকে ফেরত আনার পর থেকে আশরাফ মাহদীকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কক্ষে বসিয়ে রাখা হয়।
গতরাত আনুমানিক ৩টার দিকে তাকে নিয়ে চট্টগ্রাম নিয়ে যায় পুলিশের একটি দল।
প্রসঙ্গত, মুফতী আমিনী রহ. প্রতিষ্ঠিত রাজনৈতিক দল খেলাফতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের চট্টগ্রাম জেলা সভাপতি ওসমান কাসেমীর ওপর ‘হামলার’ মামলায় তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুফতী আশরাফ মাহদীকে মিশর যাওয়ার পথে দুবাই এয়ারপোর্ট থেকে ফেরত আনা হয়।
যদিও মামলার বাদী ওসমান কাসেমী গতকাল ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, আশরাফ মাহদীসহ মুফতী আমিনী পরিবারের ৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।