অবশেষে অবসরপ্রাপ্ত উপসচিবকেও তুলে নিয়ে গেল র্যাব
ইমান২৪.কম: একজন অবসরপ্রাপ্ত উপসচিবকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-২ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর নাম নেয়ামৎউল্লাহ ভূঁইয়া। বুধবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল;
তবে তাঁকে আটক বা গ্রেপ্তার দেখায়নি র্যাব। স্বজনেরা জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সাদাপোশাকে তিন ব্যক্তি নেয়ামৎউল্লাহ ভূঁইয়ার ধানমন্ডির বাসায় যান। তাঁরা বেশ কিছুক্ষণ নেয়ামৎউল্লাহর সঙ্গে কথা বলেন।
তিনি স্বজনদের জানান, আগন্তুকেরা র্যাব-২ থেকে এসেছেন। কিছুক্ষণ পর তাঁরা নেয়ামৎউল্লাহকে নিয়ে চলে যান। যাওয়ার আগে তাঁরা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নেয়ামৎউল্লাহকে নেওয়া হচ্ছে। তিন-চার ঘণ্টা পর তাঁকে ফিরিয়ে দেওয়া হবে।
রাত দুইটা নাগাদ আবারও একজন আসেন ও বাসা থেকে তাঁর মুঠোফোন, ল্যাপটপ ও মনিটর নিয়ে চলে যান। তখনো তাঁরা প্রতিশ্রুতি দেন, কয়েক ঘণ্টা পর ফিরিয়ে দেবেন। কিন্তু বুধবার রাত নয়টা পর্যন্ত তিনি ফেরেননি।
এ বিষয়ে র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপরাধ সম্পর্কে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আটক বা গ্রেপ্তার নন। ঠিক কয়টা নাগাদ তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাত দুইটার দিকে বলে তিনি জানতে পেরেছেন।
এর চেয়ে বেশি কিছু তিনি বলতে পারছেন না। কারণ, অভিযানটি পরিচালনা করেছে র্যাব-২। কোনো অবসরপ্রাপ্ত উপসচিব আটক-গ্রেপ্তার বা নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে ধানমন্ডি থানা কিছু জানে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ। নেয়ামৎউল্লাহর ফেসবুকে তাঁর লেখা কিছু ছড়া রয়েছে। স্বরচিত ওই ছড়াগুলো নির্বাচন ও সুশাসন নিয়ে।
আরও পড়ুন: ড. কামাল হোসেন বলেন, যারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী