অপুষ্টিতে ভুগে ইয়েমেনের ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে
ইমান২৪.কম: গত তিন বছরের গৃহযুদ্ধের ফলে অপুষ্টিতে ভুগে ইয়েমেনের ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন সম্প্রতি এই তথ্য জানায়। সেভ দ্য চিলড্রেন প্রতিবেদনে জানায়, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ইয়েমেনের শিশুরা চরম অপুষ্টিতে ভুগে।
এর মধ্যে প্রায় সবাই পাঁচ বছর বয়সী শিশু। এতে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। সংস্থাটি আরো জানায়, গৃহযুদ্ধের কারণে দেশটির বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে আছে। এজন্য ওই সব এলাকার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। কয়েক বছর আগে ইয়েমেনের মোট খাদ্য আমদানির প্রায় ৯০ শতাংশ দেশটির হুদাইদা বন্দর দিয়ে আসতো।
কিন্তু বর্তমানে বন্দরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এজন্য বাণিজ্য আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। এছাড়া বন্দরটির আশেপাশে লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: অন্য জোটে যাওয়া না-যাওয়া এখনোই উড়িয়ে দেয়া যায় না: এরশাদ