অন্তরে একমাত্র আল্লাহ-কে জায়গা দিতে হবে : মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ

ইমান টোয়েন্টিফোর ডটকম: অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে জায়গা দিতে হবে উল্লেখ করে জামিআ ইকরা বাংলদেশের পরিচালক মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, দুনিয়ামুখী হয়ে, দুনিয়ার প্রেমে পড়ে আমাদের অন্তর পাপের আধিক্যে কালচে হয়ে আছে। অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে পড়েছে। আমাদের অন্তরে এখন সবকিছু আছে, শুধু আল্লাহ নেই। অথচ অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে রাখার কথা ছিল।

তিনি বলেন, এই মহাবিশ্বের পাহাড়-পর্বত, আকাশ-জমিন, খাল-বিল, নদী-নালা, পশু-পাখি যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা আমার জন্য, আমার উপকারের জন্য, আমার কল্যাণের জন্য বানিয়েছেন। আর আমাকে বানিয়েছেন একমাত্র তাঁর জন্য, তাঁর ইবাদতের জন্য।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১ টায় জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মাদরাসা খুলনার বার্ষিক ওয়াজ মাহফিলে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

বাতাসে আল্লাহ ও তার নামের জিকিরের শুদ্ধতা ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, প্রত্যেটা গুণাহের কাজেরও আলাদা আলাদা দুর্গন্ধ আছে। মানুষ যখন মিথ্যা বলে, গীবত করে, জিনা-ব্যভিচার করে, বিভিন্ন ধরনের গুণাহে লিপ্ত হয়, তখন মানুষের শরীরে, বাতাসে এসব পাপাচারে দুর্গন্ধ ছড়ায়। আমাদের সমাজের বাতাসে পাপাচার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ ও তাঁর নামের জিকির করে, বাতাসকে ভারী করার আহ্বান জানান তিনি।

মাহফিলে আরও বয়ান পেশ করেন জামিআ কাসিমুল উলুম শাহী মুরাদাবাদের মুফতী ও উচ্চতর হাদীস বিভাগের সিনিয়র শিক্ষক, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানীর খলিফা, মুফতী সাইয়্যিদ মুহাম্মদ সালমান মানসুরপুরী, মাওলানা ইয়াইয়া মাহমুদ, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, খুলনা মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আনওয়ারুল করীম যশোরী, মুফতি মেসবাহ উদ্দীন কাসেমী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, মুফতি আবুল কাসেম, মুফতি গোলামুর রহমান, মুফতি মুহাম্মদ উল্লাহ, মাওলানা মাসরুর আহমদ, মুফতি কাজী আসজাদ, মুফতি আমির হামজা, মাওলানা আবু সাঈদ, মাওলানা আজিজুর রহমান, মুফতি নূর মুহাম্মদ, মাওলানা তইয়বুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি তাজুল ইসলাম, মাওলানা আব্দুল মুমিন, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি রবিউল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা ঈসমাইল, মাওলানা জাকির হোসাইন প্রমুখ।

বয়ানের শুরুতে জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর খুলনার ২০১৮-১৯ সালের হিফজ ও দাওরায়ে হাদীস সমাপনী শিক্ষার্থীদের পাপড়ি প্রদান করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

বয়ান শেষে নেক এবং এক হওয়ার আহ্বান জানিয়ে আল্লাহর রহমতের দিকে ফিরে আসার কথা বলে মাহফিলের আখেরি মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।

ফেসবুকে লাইক দিন