অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: ডা. জাফরুল্লাহ

ইমান২৪.কম: অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তবে ধানের শীষ প্রতীক নিয়ে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে ১১ দফাকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরি করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা ইশতেহারের খসড়া তৈরির জন্য বৈঠকে বসেছি। প্রথমে খসড়া তৈরি হবে।

পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাশ হবে। ইশতেহার তৈরির বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমাদের চিন্তায় আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার।

এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।’ জাফরুল্লাহ আরো জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরো বিস্তারিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ইশতেহার ছাপানো হবে বলেও জানান তিনি।

বৈঠকে জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ প্রমুখ উপস্থিত আছেন। ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এই কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন